সংস্থার,প্রতিনিধি রিপোর্টঃ-
২৬৮-চাটখিল ও সোনাইমুড়ী ১.আসনের সাধারণ মানুষের প্রাণের দাবী যে ভাবে বিগত দশ বছরে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় উন্নয়ন মুলুক কাজ করা হয়েছে ও অসহায় গরীব দুঃখী মেহনতী দিনমুজুর মানুষকে যে পরিমাণ সরকারি সুযোগ সুবিধা দিয়েছে এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসা ই-স্কুল কলেজ ভবন ভবন নির্মাণ সহ যে সকল উন্নয়ন হয়েছে তা শুধু জনতার এম পি এইচ এম ইব্রাহিম এম পি মহোদয় এর পক্ষ্যে করা হয়েছে এবং চাটখিল ও সোনাইমুড়ী তে সন্ত্রাস মুক্ত করে তিনি এই আসনে নজিরবিহীন দৃষ্টান্ত দেখিয়েছেন এবং তিনি জনসাধারণের মাঝে আওয়ামী লীগের প্রতি যে ভালো বাসা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন তাই চাটখিল ও সোনাইমুড়ী বাসি আবারও নৌকা বিজয়ের মাঝি হিসাবে এইচ এম ইব্রাহিম এম পি মহোদয় কে চায় বলে চাপ জানিয়ে দিয়েছেন জনগণের একটাই দাবী এইচ এম ইব্রাহিম এম পি মহোদয় উন্নয়ন ও নিরাপত্তার জন্য আবারও জাতীয় সংসদে দেখতে চায় চাটখিল ও সোনাইমুড়ী ১. আসনের সাধারণ জনগণ।