সত্যের খোঁজে আমরা
আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধের শুরু থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা পঞ্চগড় জেলা। অবরোধ চলাকালীন পঞ্চগড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম।
পুলিশ কর্মকর্তারা জানান, ছদ্মবেশে যাতে কেউ জনগণের জান মালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী।২৮ই অক্টোবরে দেশজুড়ে সহিংসতার ঘটনায় ঢাকা রাজধানীতে ২৮ টি মামলায় প্রায় ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গত ২৮ অক্টোবর বিএনপি মূলত শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিলেও দিনের শুরু থেকে সহিংস হয়ে ওঠে অস্থির। সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য। দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক। অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল। তাই সহিংসতার ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন পুলিশ। অবরোধ চলাকালীন পঞ্চগড় সহ দেশ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের সিনিয়র কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা আরো জানান জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন কোন জায়গায় নাশকতার সুযোগ নেই।