পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী

সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197

দৈনিক সত্যের খোঁজে আমরা

মোঃ রানা, পটুয়াখালী, প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি আলোকে আজ রবিবার বিক্ষোভ মিছিল করে পটুয়াখালী জেলা জামায়াত।

আজ সকালে কলাতলা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট চৌরাস্তা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পটুয়াখালী জেলা আমীর আলহাজ্ব অধ্যাপক শাহ আলম এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলা সেক্রেটারি এডভোকেট নাজমুল হাসান এর উপস্থিতিতে পটুয়াখালী পৌর আমীর আলহাজ্ব মাওলানা আবুল বাশারসহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অধ্যাপক শাহ আলম সরকারকে হুশিয়ার করে বলেন, অবিলম্বে কারারুদ্ধ সব আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্ত করবে।

তিনি বলেন, সরকার নানা ধরনের ষড়যন্ত্র করে বিরোধী দলের আন্দোলনকে বিভ্রান্ত ও বিপথগামী করতে চায়। কিন্তু তাদের এ ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না।

ষড়যন্ত্র ও অপরাজনীতি পরিহার করে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় সরকারের জন্য লজ্জাজনক পরিণতি অপেক্ষা করছে।

তিনি সরকার পতনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *