অটো রিক্সা মিশুকের যত্রতত্র পার্কিং এর কারনে প্রতিনিয়ত শত-শত সাধারণ পথচারী ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌরসভা কিংবা প্রশাসনিক নেই কোন তদারকি। এই তদারকি না থাকার কারণে অটো রিক্সা ও মিশুক চালকরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে। মনে হয় সাধারণ পথচারী অর্থাৎ আমরা এই গ্রহে বেড়াতে এসেছি, সাধারণ পথচারী অর্থাৎ আমরা
এই ভিনগ্রহ আসাটাই ভূল হয়েছে।
পরিশেষে সাধারণ পথচারীর হয়ে ভোলা পৌরসভা এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, অন্তত নতুন বাজারের যানজটের দিকে একটু নজর দিন এতে সাধারণ পথচারীদের কিছুটা হলেও স্বস্তি ফিরবে।