সত্যের খোঁজে আমরা
সফরকালে “রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২” হতে রংপুর সদর উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব নাসিমা জামান ববি উপজেলা চেয়ারম্যান, রংপুর-সদর, জনাব মোহাম্মদ শাহজাহান আলী নির্বাহী প্রকৌশলী, রংপুর, পরিকল্পনা মন্ত্রনালয় উপসচিব জনাব মোছা: জেসমুন নাহার, সিনিয়র সহকারী সচিব জনাব সঞ্চিতা কর্মকার, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মো: আব্দুর রশীদ, সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মো: বাদশা আলমগীর, উপজেলা প্রকৌশলী জনাব আহমেদ হায়দার জামান, ভাইস চেয়ারম্যান, সদ্যপুস্করিনী ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, সহকারী ও উপসহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিবৃন্দ।
পরিদর্শনকালে টিম বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সদর উপজেলায় সদ্যপুস্করিনী ইউনিয়ন এ প্রকল্প এর উপকারভোগী এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।