শাহজাদায়ে গাউছে জামান আলহাজ্ব মাওলানা শাহসূফি ছৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভান্ডারী বাবাজান কেবলাঃ- তোমরা মুজিবের কাছে যাও আমি মুজিবের ভেতরে আছি।
হযরত কেবলা বাবাজান কেবলার বাগানের শ্রেষ্ঠ গোলাপফুল হলো বাবাভান্ডারী কেবলা, আর বাবাভান্ডারীর বাগানের শ্রেষ্ঠ গোলাপফুল হলো গাউছে জামান শফি বাবা, তিনি হলেন তরিকায়ে মাইজভান্ডারীর রুপক তথা বিশ্বব্যাপী প্রচারক। যিনি তরিকায়ে মাইজভান্ডারীর জয়ধ্বনি দ্বারে দ্বারে প্রচার করেছেন।
গাউছে জামান শফি বাবা তিনি তরিকায়ে মাইজভান্ডারী প্রচারের জন্য তারই নয়নের মণি কলিজার টুকরা আওলাদ রাসূল (সাঃ) তাজুল আশেকিন শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউসূল আজম আলহাজ্ব মাওলানা শাহসূফি ছৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী বাবাজান কেবলাকে গাউছে মাইজভান্ডারী সিংহাসনে বসান।
দুনিয়ায় বয়স যখন মাত্র ১৭ বছর তখন থেকেই মুর্শিদের হুকুম পালন করা জন্য শুরু করেন তরিকায়ে মাইজভান্ডারী প্রচারের কাজ আওলাদে রাসূল (সাঃ) মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী বাবাজান কেবলা। আশেকানদের মুজিব বাবা, বাংলাদেশের এমন জেলা নেই যেখানে মুজিব বাবা কোরআন সুন্নাহ প্রচার করেন নি।
বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে কোরআন সুন্নাহের বাণী প্রচার করেছেন।
লক্ষ লক্ষ পথহারা মানুষ বাবাজানের কাছে এসে মুসলমান হয়েছেন বাইয়াত গ্রহণ করেছেন।
অনেক ব্যাক্তি যারা মুজিব বাবার কাছে এসে তওবা করে খারাপ কাজ ছেড়ে দিয়েছেন।
মুজিব বাবা মাওলানা যিনি আল্লাহর একজন মহান ওলি শফি বাবার নয়ন মণি। নবী পরিবারের এক নক্ষত্র, মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর।
মুজিব বাবা যিনি জীবনের সব আনন্দ সুখ শান্তি বিলাসিতা ত্যাগ করে তুচ্ছ মনে করে, পথ হারা অন্ধকারে ডুবে থাকা মানবদের কাছে কোরআন সুন্নাহের বাণী প্রচার করছেন।
মুজিব বাবা মাওলানা যিনি মাইজভান্ডার দরবারের আধ্যাতিক মহাপুরুষ মহান ওলি মহান সাধক।
যার পাক জবানের মধুময় বাণী শোনার জন্য দূরদূরান্ত থেকে আশেককান মুরিদানদের মহাসমারেহ ঘটে প্রতিটা জেলার মাহফিলে,এবং মাইজভান্ডার দরবার শরীফের প্রতিটা ওরসসহ প্রতিটা অনুষ্ঠানে।
আমরা আশেকানে মাইজভান্ডারগণ ধন্য এমন একজনের কাছে বাইয়াত নিয়ে ও তার পাক কদমের ধুলা নিয়ে।
তাই জীবনের শেষ সময় পর্যন্ত বাবাজানের দেখানো কোরআন সুন্নাহের আলোকে জীবন গঠন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।
আমিন।
(লেখার মধ্যে ভূল ক্রটি বেয়াদবি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
ইতি মুনিবের নগণ্য গোলাম
মোঃ-মেহেদী হাসান শামীম মাইজভান্ডারী