রোগে ভুগে নয়,
আমাদের দেশে পানিতে ডুবে
শিশুদের মৃত্যু সবচেয়ে বেশি হয়।
এমনই তথ্য উঠে এসেছে
বিশেষজ্ঞদের গবেষণায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য প্রকাশিত হয়,
পানিতে ডুবে সবচেয়ে বেশি
শিশুর মৃত্যু হয় দক্ষিণ এশিয়ায়।
আমাদের দেশে চারদিকে প্রচুর জলাশয়।
গ্রাম গঞ্জের নতুন বাড়ি ঘর তুললেই
ডোবা- পুকুর কাটায় ,
দুর্ঘটনা গুলো সাধারণত
এসব পুকুর-ডোবা হয়
বাড়ির সীমানায়।
গ্রামগঞ্জে আছে নদ-নদী
খাল-বিল প্রচুর জলাশয়।
দেখভাল করার অভাবে
শিশুরা সবচেয়ে বেশি মারা যায়।
পানিতে ডুবে বেশি মারা যায়
সকাল নয়টা থেকে দুপুর একটায়,
কারণ মায়েরা ব্যস্ত থাকেন
সাংসারিক কাজে এ সময়।
পুরুষরা কাজের প্রয়োজনে বাইরে যায়,
বড় ভাই বোন থাকলে তারা হয়তো
স্কুল-কলেজ-মাদ্রাসায়
অথবা কাজকর্মে যায়।
এক সমীক্ষায় দেখা যায়,
দরিদ্র গরিব পরিবারের শিশুদের
পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যু হয়।
বড় বাচ্চাদের ক্ষেত্রে সাঁতার না জানায়।
তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা না জানায়।
নানা কুসংস্কার যেমন
মাকে ধরতে না দেওয়ায়।
শিশুর পা ধরে মাথার চারদিকে ঘোরায়।
দ্রুত চিকিৎসকদের কাছে না নেওয়ায়।
পাঁচ বছরের নিচের শিশুদের
সঠিক তত্ত্বাবধান না হওয়ায়।
পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের
যদি সাঁতার শেখানো যায়।
যদি কমিউনিটি নাগরিক
সচেতনতা তৈরি হয়।
কর্মজীবী শিশুদের যদি
ডে কেয়ার গিভার
এর তত্ত্বাবধানে রাখা যায়।
যদি শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ
ত্বরান্বিত করা যায়।
এর ফলশ্রুতিতে দেখা যাবে
পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কম হয়।