চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটের শানখলা
ইউনিয়নের কালিনগর গ্রামের মোছা: রুজিনা আক্তার (৩০) নামের প্রতিবন্ধীকে মারধর করেছে তার খালাত শাশুরী মোছা:রুজিনা আক্তার গংরা ।
এ বিষয়ে প্রতিবন্ধী রুজিনা আক্তার চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী রোজিনার স্বামী টমটম চালক জীবিকার তাগিদে প্রতিদিন সকালে বেরিয়ে গেলেই রোজিনার উপর অমানুষিক নির্যাতন শুরু করে তার খালাতো শাশুড়ি কুলসুমা ।
এ নিয়ে তার সাথে একাধিকবার সামাজিক বিচার হলেও প্রতিবন্ধী রোজিনার উপর নির্যাতন থামেনি।