পিরীতি অমূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন।প্রেম জানে মোর মাইজভাণ্ডারী, রসনিধি মওলা ধন।

পিরীতি অমূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন।
প্রেম জানে মোর মাইজভাণ্ডারী, রসনিধি মওলা ধন।


যে না জানে প্রেমের মর্ম, কিবা তার ধর্ম কর্ম
বিফল তার ঘুরাফিরা, কাবা কাশী বৃন্দাবন।

বোগদাদে আজমীরে গেল, কিবা পাপ পূন্য হল।
হত মূর্খ না ভজিল, প্রেম নিধি শ্রীচরণ।

শরিয়তে নীতি শিক্ষা, ত্বরিকতে প্রেমের দীক্ষা
বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ।

বিদ্যা আছে জ্ঞান নাই, বেবুঝা শয়তানের ভাই
প্রেমের পথে বাধা আনে, আলেম-রূপী জাহেলগণ।

প্রেম পতি খোদাতায়ালা, শিখাইতে প্রেমের খেলা
করাইলেন প্রেম গুরু, নবীজীর পদার্পণ।

রসিকে রসিকে মেলা, খেলে তারা প্রেমখেলা
সর্বজয়ী হয়ে গেলেন, রসিক আসহাবগণ।

রুমের রসিক মণি, বোগদাদের প্রেম জ্ঞানী
আজমিরের প্রেম নিধি, খেলে গেছেন প্রেম খেলা।

অবশেষে ভাগ্য বলে, বিভূর করুণা ফলে
সত্য প্রেমের দীক্ষা নিয়ে, মাইজভাণ্ডারীর আগমন।

না বুঝিয়ে প্রেমের ঠার, করল কত অত্যাচার
না বুঝিয়ে প্রেমের মর্ম, শরিয়তের ছুফিগণ।

মনছুরের শূলী দেওয়া, বড় পীরের কাফের কওয়া
ফতোয়াবাজীর ফলাফল, মুফতীগণের আচরণ।

তাঁবব্রীজরে কতল করা, ছরমদেরে প্রাণে মারা
বে বুঝা আলেমগণের, বোকামির নিদর্শন।

প্রেমই কোরানের সার, প্রেম খেলার ইচ্ছা যার
করিমে কয় ভজ গিয়া, মাইজভাণ্ডারীর শ্রীচরণ।

—মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (কঃ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *