পুলিশ শাসক হিসেবে নয়, জনগণের সেবক হয়ে সেবা দিতে চায় – সহকারী পুলিশ সুপার, ইসলামপুর।

পুলিশ শাসক হিসেবে নয়, জনগণের সেবক হয়ে সেবা দিতে চায় – সহকারী পুলিশ সুপার, ইসলামপুর।

সত্যের খোঁজে আমরা


মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার, জামালপুর।

জামালপুরের ইসলামপুরে নবাগত সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল (জামালপুর) অভিজিৎ দাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ শাসক হিসেবে নয়, জনগণের সেবক হয়ে সেবা দিতে চায়।ঔপনিবেশিক আমলের পুলিশিং থেকে বের হয়ে রাষ্ট্রের এই বিশেষ বাহিনীকে আধুনিক, স্মার্ট ও গণমানুষের পুলিশ বাহিনী হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর। এই প্রথম সাধারণ মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, তাই জনসাধারণের জন্য আমার দরজা ২৪ ঘন্টাই খোলা। সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে সকল ধরণের তথ্য আদান-প্রদান করে প্রতিপক্ষ না হয়ে পরিপূরক হয়ে কাজ করতে চাই। আমি জনগণকে সঠিক সেবাটা দিতে চাই। আমিও ভুলের ঊর্ধ্বে নই, আমার ভুলটা গণমাধ্যমের বন্ধুরা ধরিয়ে দিবেন তাহলে ভুল শুধরে নিয়ে কাজ করবো। তিনি আরও বলেন, আপনারা অপ-সাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকবেন। একটা ভুল তথ্যের জন্য একটা মানুষ সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই যাচাই-বাছাই করে বিবেচনা প্রসূত খবর পরিবেশনের আহ্বান জানাই। আশা করি প্রত্যেকেই পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করবেন।

২ নভেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, জুয়া, অশ্লীলতা নিয়ন্ত্রণ রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এসময়ে তারা উপজেলার মাদক, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন ও অপরাধ দমনে আপোষহীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।যে কোনো অপরাধের বিষয়ে কঠোরভাবে দমনের চেষ্টা করবো।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মোরাদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিশেষ শাখার সাব ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি মোঃ কোরবান আলী,মুকুল আক্তার , সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান লোহানী,দপ্তর সম্পাদক মোঃ হোসেন রানা,ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু,৭১ টেলিভিশনের লিয়াকত হোসেন লায়ন ,বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার মোঃ এমদাদুল হক, গ্লোবাল টেলিভিশনের ফিরোজ শাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *