পুলিশ হবে জনগণের প্রথম ও শেষ ভরসাস্থল; আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইজিপি

পুলিশ হবে জনগণের প্রথম ও শেষ ভরসাস্থল; আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইজিপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে্ আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার (১ জুলাই ২০২২) বিকেল সাড়ে ৩ টায়

আরএমপিতে কর্মরত অফিসার-ফোর্স এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. গোলাম সাব্বির সাত্তার, ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব আবু হাসান মোহম্মদ তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী, জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপি, রাজশাহী রেঞ্জ, বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত “অগ্রযাত্রায় আরএমপি” এর মোড়ক উম্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *