মারিয়া ডোলারেসের জন্মদিন ছিল৷ ক্রিস্টিয়ানো ছিল সৌদিতে! ছিল মাঠে৷ সেই ম্যাচে রোনালদো একটি গোলও করেন৷
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ খেলেই৷ রওনা হন পর্তুগালে! মধ্যে রাতে গিয়ে পৌঁছান ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর নিজ বাড়িতে৷ মা" মারিয়া ডোলারেস জানতোই না ক্রিস্টিয়ানো রোনালদো আসবে৷ মা কে দেন বিশাল এক সারপ্রাইজ৷
মায়ের জন্মদিনে মা" মারিয়া ডোলারেসকে দেন একটি গাড়ি উপহার৷ সেই গাড়িতে লেখা ছিল ৫৪ গোল৷
ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে পৃথিবীর সর্বোচ্চ গোলদাতা ৫৪৷ গাড়ির প্ল্যাটে লেখা ছিল ৫৪৷
উপহার পেয়ে নাতিকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দেন! রোনালদোর মা৷
নতুন বছর উপলক্ষে টিম আল নাসের অনেক আনুষ্ঠানিকতা করে রেখেছিলেন আল নাসের খেলোয়াড়দের জন্য৷ কিন্তু সেগুলো যে রোনালদোকে খুশি রাখতে পারবেন না৷
তাঁর একমাত্র খুশি মা কে ঘিরেই ছিল৷
নতুন বছর উপলক্ষে সবাই অ্যালকোহল! বারে গিয়ে মগ্ন থাকে৷ সেখানে যেন ক্রিস্টিয়ানো রোনালদো সবার থেকেই আলাদা ও অন্য অন্য উচ্চতায় নিজেকে মানিয়ে নেন৷ কোন রকম অ্যালকোহলে রোনালদো আসক্ত হন না৷
মা ভক্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক ভালোবাসি৷
ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকা যার সাথে ৫ বছরের সম্পর্ক ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর৷ ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের জন্মদিনে৷ সারপ্রাইজ দিতে ইচ্ছুক না থাকায় তখনকার সেই প্রেমিকার সাথে ব্রেকআপ করেন ক্রিস্টিয়ানো রোনালদো৷
রোনালদো ইজ রোনালদো 💖💖
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘৃণা করা বড্ড কঠিন৷