এটা খুজতে যাবেন না যে ছেলের কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে কত টাকার মালিক কত বড় চাকরি করে সরকারি চাকরি করে নাকি এগুলো খুজবেন না। বিয়ের জন্য যেটা খুজবেন তা হলো ছেলেটা কেমন সে কি মানুষের মত মানুষ হতে পারছে নাকি মানুষ রুপি অমানুষ রয়ে গেছে। আরও একটা বিষয় কখনো যৌতুক দিয়ে আপনার মেয়ে বা বোন কে বিয়ে দিবেন না।কারণ যে সত্যিকারের পুরুষ সে কখনো যৌতুক চাইবে না। যৌতুক যারা চাই তারা তো কাপুরষ। আমার দেখা ও শুনা আমার দাদার বংশ থেকে শুরু করে বাপ চাচারা এখন আমাদের ভাইয়েরা কাউকে দেখিনি কখনো যৌতুক চাইছে বা যৌতুকের জন্য বউকে কিছু বলছে। ইনশাআল্লাহ আমার পরিবারের সবাই অনেক অনেক সুখী মানুষ আলহামদুলিল্লাহ।
তাই প্রতিটি পরিবারের কাছে অনুরোধ করি কখনো যৌতুক দিয়ে বিয়ে দিবেন না। আর টাকা চাকরির ধনসম্পদ দেখে কোন অমানুষের কাছে বিয়ে দিবেন না। ধন্যবাদ আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন।