উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহরের সেতুর ঢালে প্রতিদিন সন্ধ্যায় বসে ইলিশের বাজার। সন্ধ্যার পর বাজারটি জমজমাট হয়ে ওঠে। জোয়ারে নদীতে জাল ফেলে জেলে। ভাটিতে তা তোলা হয়। ইলিশ মৌসুমে জালে ওঠছে ইলিশ। সেই মাছ নিয়ে সন্ধ্যায় হাজির হন জেলেরা। সেখানে খুচরা এবং পাইকারিদের ভিড়। নদীর তাজা ইলিশ কিনতে প্রতিদিনই বাজারে সমাগম হয়। দেখা গেছে, বেতাগী পৌর শহরের ‘টাউন ব্রিজ’ নামে পরিচিত সেতুর পশ্চিম পাড়ে বিকেল থেকে নদীর ইলিশ, আইড়, তপসী ও চিংড়ি মাছ নিয়ে জেলেরা আসতে শুরু করেন। তাঁরা বাঁশের ডালায় ইলিশের পসরা সাজিয়ে বসেন। দর দাম করে ইলিশসহ অন্যান্য মাছ কেনেন ক্রেতারা।পৌর শহরের একজন বাসিন্দা জানান, ‘আমি প্রায়ই সন্ধ্যার পর মাছ কিনতে শহরের ঢালে আসি। এখানে তাজা ইলিশ পাওয়া যায়। আজও (মঙ্গলবার) দুটি ইলিশ কিনেছি। দেশের অন্যান্য নদীর মাছের তুলনায় বিষখালী নদীর মাছ সুস্বাদু। ’