খাদিজা পারভীন, জেলা প্রতিনিধি,খুলনা।* বর্তমান
সত্যের খোঁজে আমরা
বৃষ্টিতে ভিজে, হাড়ভাংগা পরিশ্রম করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে- মেয়েদের লেখা পড়া করিয়ে শিক্ষিত করান।একদিন তারা লেখা পড়া শেষ করে বড় চাকরি করবেন।আজ সেই সব বাবা ও মায়ের বুক ভরা মনের আশা কি পূরণ হয়েছে? সরকারি নীতিমালা দেখে, অল্প খরচে হয়ে যাবে আশা করে, বর্তমান প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন।কিন্তু সেই লক্ষ লক্ষ টাকা খরচের হাত থেকে কোন শিক্ষক রেহাই পান নি। গরু-ছাগল, গহনা বিক্রি, অন্যের নিকট থেকে চড়া সুদে টাকা নেওয়া। সুদের টাকা পরিশোধ করা, বউ,বাচ্চা নিয়ে সংসার চালাতে গিয়ে, আজ তারা শিক্ষকের সম্মানের কথা ভুলে গিয়েছেন। আজ এম এ পাস শিক্ষকেরা কেউ দিন মজুর,কেউ শ্রমিক, আবার কেউ কাঁচামালের ব্যাপারী।নিচের ছবিতে দেখুন তার জ্বলন্ত প্রমাণ :-