সত্যের খোঁজে আমরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার। সেখানে চলছে রুদ্ধদ্বার বৈঠক।
বুধবার (১ নভেম্বর) এ বৈঠকে প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারও উপস্থিত রয়েছেন।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির দফতর থেকে জানানো হয়, বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে কোনো বিভ্রান্তি না ছাড়ানোর জন্যও অনবুরোধ করা হয়।