দেশ বাশি কে অনুরোধ করছি সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন আঃ খালেক বাঁচতে চায়।
আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না জরাজীর্ণ ঘর খাওয়া-দাওয়ার টাকা নেই চিকিৎসার টাকা নেই খবর নিচ্ছে না কেউ জীবন যাপন করছেন অনেক কষ্টে।
মানুষ এতোটা অসহায় হতে পারে এটা আমার আগে জানা ছিলোনা এই আব্দুল খালেক দুলার হাট বাজারের সাবেক পরিচ্ছন্নকর্মী নুরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরতোফাজ্জল গ্রামের আজহার দফাদার বাড়ির সামনে খাসপাড়ায় থাকে রাস্তার উপরে, আব্বাসের বাপের ঘর, রোগীর নাম আব্দুল খালেক, ক্যান্সারে আক্রান্ত রোগী।