প্রিয় সুধীআসসালামু আলাইকুম।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনার্জি

প্রিয় সুধীআসসালামু আলাইকুম।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনার্জি

ড্রিংকস স্পিড এর সিন্ডিকেট বিষয়ে সংবাদ প্রকাশের পর গতকাল সন্ধ্যায় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি, পরিবেশক সমিতি, ডিলার ও ভুক্তভোগীদের উপস্থিতে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, আজ থেকে এনার্জি ড্রিংকস স্পিড ডিলারের প্রাপ্তি অনুযায়ী রেশিউ হারে সমান ভাবে প্রতি দোকানে কোম্পানির নির্ধারিত মূল্য (বোনাস সহ) কেস প্রতি (২৪ পিস) ৫০৪ টাকা মূল্যে বিক্রয় করা হবে। ডিলার কোন হোলসেলারদের নিকট ইচ্ছে করে রেশিউ ব্যতিত অতিরিক্ত স্পিড বিক্রি করতে পারবে না। হোলসেলারগণ অন্য উপজেলা বা থানা থেকে স্পিড এনে সিন্ডিকেট করে মাত্রাতিরিক্ত মূল্যে খুচরা দোকানীর নিকট বিক্রি করতে পরবে না। খুচরা দোকানীও নির্ধারিত মূল্য প্রতি পিস ২৫ টাকার অধিক বিক্রির আশায় অতিরিক্ত দামে স্পিড ক্রয় করবে না। পাইকারি স্পিড বিক্রেতা ও ক্রেতা উভয় ব্যক্তি মেমো (ভাউচার) দেয়া এবং নেয়া বাধ্যতামূলক। এর সামান্য ব্যত্যয় ঘটলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাথে সাথে সাধারণ ক্রেতা নির্ধারিত মূল্য ২৫ টাকা ব্যতিত বেশি দামে স্পিড না কেনার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন তারা।

বিঃদ্রঃ কোম্পানি চরফ্যাশন উপজেলার চাহিদা অনুযায়ী এনার্জি ড্রিংকস স্পিড স্থানীয় ডিলারকে না দিতে পারায় দোকানদারদের চাহিদা মোতাবেক স্পিড দেওয়ার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে।

✅ এর সাথে একটি ঘোষণা:
শুধু স্পিড নয় যেকোনো পণ্য দোকানদার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রয় করলে আপনি তার উপযুক্ত প্রমাণ (যেমন- মেমো রশিদ বা লুকিয়ে ভিডিও ধারণ) দিতে পারেন তাহলে ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কয় টাকা জরিমানা করবেন তার ২৫% টাকা আপনি পাবেন।

🤲 আল্লাহ সকল কে হালাল উপার্জনের তৌফিক দান করুন- আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *