জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ১৯ মাস ইনচার্জ হিসেবে চাকুরি করছি বাংলাবাজার হইতে ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রে বদলি হওয়ায় আজ আমি বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব অর্পন করে ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বগ্রহণ করলাম, বাংলাবাজারের সকল সাধারন জনগনের ভালবাসা আমি কোনদিনও ভূলতে পারবোনা। আমার চলার পথে আপনাদের সাথে কোন ত্রুটি/ভূল বা আমার মনের অজান্তে কারো সাথে অন্যায় করে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন।বাংলাবাজারে আমার দায়িত্বয়ের সময় যত সফল্য আসছে সকল সফল্য আপনাদের আর যত ব্যার্থতা হইছে সমস্ত ব্যার্থতারদ্বায় আমি নিয়ে চলে আসলাম,আপনাদের জন্য দোয়া করি। অফিসার দৌলতখান থানার জনাব বজলার স্যার সহ দৌলতখান থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আমার সহকর্মী এস আই/ জাকির হোসেন,এএসআই/জোনায়েদ,এএসআই/কাজী ইউসুফসহ সকল ফোর্সদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালবাসা ও দোয়া রইল।আমার ও আমার পরিবারবর্গ দের জন্য দোয়া করবেন।