আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন এলাকাগুলো হলো – জীবন মৃত্যুর সন্ধিস্থল। সেকেন্ডের কোন নিশ্চয়তা নেই, নির্দিষ্ট লক্ষ্য করেই হত্যা কিংবা লক্ষ্যচূত হয়ে মৃত্যু দুটোই এখানে সবসময়ই তাড়া করে।
আর কোন সাংবাদিকের নিথর দেহ এভাবে যেন পড়ে না থাকে। স্বাধীন ও নিরাপদ থাকুক বিশ্বের প্রতিটি গনমাধ্যম ।