ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া অসহায় সেবা সংস্থার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই আক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩টায় ড্রীম হলিডে ইন্টাঃ স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাকওয়া অসহায় সেবা সংস্থা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার মানবিক ওসি আব্দুল্লাহ আল মামুন।প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে বলেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থাটি অনেকদিন ধরেই বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন আমরা সকলেই দেখে আসছি, যখন কোভিড-১৯ এর মহামারী শুরু হয় তখন ফুলপুরের শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সেমিনারের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন।অসহায় কোনো রোগী যদি রক্তের প্রয়োজন হয় এ সংস্থার থেকে রক্তের ব্যবস্থা করা হয়েছে।এবং এই প্রতিষ্ঠাতা সভাপতিকে সদস্যদের বলেই খুব দ্রুতগতিতে ব্যবস্থা করে দিয়েছেন। সাধ্যমত চেষ্টা করেছেন করছেন। তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ থেকে মানবিক ওসি সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংস্থাটির সদস্যদের মাঝে।এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক ফুলতারা সম্পাদক নাজিম উদ্দিন।বক্তব্যে বলেন যেখানে আছে অবহেলা বঞ্চিত মানুষ, সেখানেই আছে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে তাকওয়া অসহায় সেবা সংস্থার নতুন কমিটি ঘোষণা করাই প্রধান স্বেচ্ছাসেবকসহ সংস্থার সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর প্রধান স্বেচ্ছাসেবক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু বাক্কার সিদ্দিক,এবং আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মুখছেদুল হক দুলাল,সাংবাদিক বাহার উদ্দিন প্রমুখ এবং সংগঠনটির সভাপতি সাংবাদিক তবু রায়হান রাব্বী সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।