ফুলপুরে সাংবাদিক মোতালেবের বাড়ী বাগান ফিসারীতে লুটপাট ভাঙচুর ও প্রকাশ্যে প্রান নাশেরহুমকি

ফুলপুরে সাংবাদিক মোতালেবের বাড়ী বাগান ফিসারীতে লুটপাট ভাঙচুর ও প্রকাশ্যে প্রান নাশের
হুমকি

বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি

সহ পরিবারের সদস্যদের মারধোরের মামলায় আজ বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছে অধূনা বিলুপ্ত পূর্ব বাংলা সর্বহারা পার্টির রিং লিডার ও বর্তমান ইউপি মেম্বার কুদ্দু বাহিনীর প্রধান আব্দুল কুদ্দুছ ওরফে সর্বহারা কুদ্দু।

প্রায় পাঁচ দশক দূর্দান্ত প্রতাপে ফুলপুর হালুয়াঘাট ধোবাউড়া ও তারাকান্দা এলাকায় ৭১ এর লুটতরাজ সহ আশির দশকে সর্বহারা এবং নব্বইয়ের দশকে কাইচাপুইরা আগুইন্যা পার্টি নামে হাইজ্যাক গ্রুপের অন্যতম সংগঠক এই কুদ্দু।ইতিপুর্বে বিভিন্ন মামলায় তার নামে ওয়ারেন্ট পিএন্ডডি হলেও জীবনে কখনও আদালতের দ্বারস্থ হওয়ার রেকর্ড নেই তার।প্রায় ষাটোর্ধ্ব বয়সে এই প্রথম সে আইনের আওতায় এলেন বলে এলাকায় তলে তলে খুশির জোয়ার বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *