রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে ৫ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
আজ মঙ্গলবার বিকেল পৌণে পাঁচটা নাগাদ এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদিন খালেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম মানুষের জন্য রক্তের প্রয়োজন বলে জানানো হয়েছে।