মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
৩১মার্চ(শুক্রবার)সকাল
১১টায় দিনাজপুরের ফুলবাড়ীর খয়েরবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের দায়ে এক ছাত্রলীগ নেতাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে সেই বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ১৫,হাজার টাকায় বিক্রি করা হয়।একই দিন বেলা দুটাই শিবনগর ইউনিয়নের বুজরুক শমসের নগরে অবৈধভাবে বালু স্তুপ করে রাখায় সেই বালু রাষ্ট্রীয় কোষাগরে বাজেয়াপ্ত করে সেখানেও একাধিক ঠিকাদারের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট ১লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
ছুটির দিনেও অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিকুল ইসলামের এই সাড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্ব- স্ব এলাকার সচেতন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজ মনে করেন, উপজেলা নির্বাহী অফিসারের এরূপ অভিযান নিয়মিত অব্যাহত থাকলে অবৈধ বালু খেকোদের দৌরাত্ব বন্ধ হবে।তাহলেই রক্ষা পাবে এই অঞ্চলের রাস্তাঘাট,বসতবাড়ী ও তিন ফসলি জমি।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিকুল ইসলাম বলেন,অবৈধ বালু ব্যবসায়ী ও ট্রাক্টরের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।আপনারা যারা এলাকাবাসী আছেন এধরনের খবর পাওয়া মাত্রই আমাকে মুঠোফোনে জানাবেন।অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।