ফুলবাড়ী শিক্ষক সমিতি‘র নির্বাচনে রেজাউল কমির সরকার সভাপতি নির্বাচিত

ফুলবাড়ী শিক্ষক সমিতি‘র নির্বাচনে রেজাউল কমির সরকার সভাপতি নির্বাচিত

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের ফুলবাড়ীতে দির্ঘ ২৯ বছর পর প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ‘‘বাংলাদেশ শিক্ষক সমিতি’’ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক,নিন্ম মাধ্যমিক,স্কুল এন্ড কলেজ মিলে ৩৭টি বিদ্যালয়ের ৫৩৪ জন শিক্ষক তাদের ভোটধিকার প্রয়োগ করেন। মোট ১৯টি পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৪টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হওয়ায়। অবশিষ্ট ৫টি পদের মধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ২ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন, নির্বাচন অংশগ্রহন করেন।
‘‘বাংলাদেশ শিক্ষক সমিতি’’ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিনার মোঃ আব্দুল গফ্ফার বলেন, ‘‘বাংলাদেশ শিক্ষক সমিতি’’ ফুলবাড়ী উপজেলা শাখা গঠন হওয়া প্রায় ২৯ বছর হয়ে গেছে। কোনবারেই ব্যালটের মাধ্যমে সরাসরি নির্বাচন দিয়ে কমিটি গঠন করা হয় নাই। এবারেই প্রথম নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের প্রতিনিধি নির্বাচিত হবে। সেখানে আমি নির্বাচন কমিশনার হিসাবে কাজ করতে পেরে খুশি। আমি প্রত্যাশা করছি যে উদ্দেশ্য নিয়ে সাধারণ শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়। ‘‘বাংলাদেশ শিক্ষক সমিতি’’ ফুলবাড়ী উপজেলা শাখাকে তারা আরো সমৃদ্ধশীল করে গড়ে তুলবে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ রেজাউল করিম সরকার ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ রেজাউল করিম পেয়েছেন ১৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় তাদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *