নি'ক্ষেপ করে ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এম এ দেওয়ানী ব্যুরো চীফ আঞ্চলিক
ঘটনার বিবরণ জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন কৃষকের স্ত্রী বিবি মরিয়ম। ঘটনাটি ঘটেছে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্চর গ্রামে।
মাটি দস্যু ও সন্ত্রাসীদের হুমকির মুখে কৃষক দম্পতি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন।
কৃষক দম্পতি আবদুল শুক্কুর ও বিবি মরিয়ম অভিযোগ করেন, মহেশ্চর মৌজার ৬০৫ নং খতিয়ানের ৫২৭ ও ৫২৮ দাগে ১৭ শতক ভূমির আন্দরে বেচু মিয়ার কন্যা বিবি মরিয়ম পিতার ওয়ারিশ হিসেবে দুই শতক জমি ভোগ দখলে থেকে চাষাবাদ করে আসছেন।
এলাকার চিহ্নিত মাটি দস্যু কাওছার গত ২১ এপ্রিল ঈদুল ফিতরের রাত থেকে ঈদের দিন সকাল ৬টা পর্যন্ত ছুটির মধ্যে মরিয়মের দুই শতক ফসলি জমির মাটি প্রায় ৮ ফুট গভীর করে লুট করে অন্যত্র বিক্রি করে দেন। কৃষক দম্পতি স্থানীয়ভাবে বিচার দাবি করলে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে সময় ক্ষ্যাপন করতে থাকে কাওছার। কাওছারের এক ঘেয়েমিতার কারণে মীমাংসায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে সমাজপতিরা কৃষক দম্পতিকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।
এ খবর শুনে ২৮ মে রোববার দিবাগত রাতে কাওছারের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসীরা আবদুল শুক্কুরের নতুন বাড়িতে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করেন। পরবর্তীতে আইনের আশ্রয়ে গেলে এবং বিষয়টি কাউকে জানালে কৃষক দম্পতিকে হত্যা করে গোস্ত আর চামড়া শিয়াল কুকুরকে খাওয়াবে বলে ০১৮২০৮২৭৭১৩ নাম্বার থেকে অশালীণ ভাষায় গালমন্দ করে হুমকি দেন।
সোনাগাজী মডেল থানার ডিউটি অফিসার আবদুল ওয়াদুদ বিবি মরিয়মের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।