সত্যের খোঁজে আমরা
ভুল অপারেশনে মৃত্যুর পর শিশু আলিফ কে নিয়ে চলে নাটক। লাশটি দ্রুত সরাতে প্রথমে রোগীর পরিবার কে বলেন ভেন্টিলেটরের জন্য জিয়া মেডিকেলে নিতে হবে। মৃত বিধায় ভর্তি না করে
লাশ ফিরিয়ে দেয় শজিমেক কর্তৃপক্ষ। পরে সেই লাশ আর বন্ধন হসপিটালে ঢুকতেই দেয়নি কর্মরত বাহিনী।
১৯ অক্টোবর বগুড়ার শেরপুর উপজেলার পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিমন্দির এলাকার ঘটনা এটি। ১৮ অক্টোবর বগুড়ার কানছগাড়ীতে অবস্থিত বন্ধন হসপিটালে শিশু আলিফের নাকে ও গলায় অতিরিক্ত মাংশ সরাতে অপারেশন করা হয়। অপারেশন করেন ডা: এম এ ওয়াহেদ।
একদিকে ৮ বছরের শিশু আলিফ কে হারিয়ে নির্বাক শ্রমজীবী দুলাল ও তার পরিবার।
আর অন্যদিকে বন্ধন হসপিটাল কর্তৃপক্ষের যেন কোনো দায় নেই।