সত্যের খোঁজে আমরা
মহাস্থানে অটো ছিনতাই কালে মহিলা গ্যাং এর ২সদস্য আটক। থানায় হস্তান্তর । জানা গেছে, মঙ্গলবার বিকালে বগুড়ার মহাস্থান যাদুঘর এলাকায় অটোছিনতাই কালে মহিলা ছিনতাইকারী গ্যাং এর দুজন সদস্য তেলিহারা গ্রামের আব্দুল কাদেরের কন্যা রিক্তা(২৬) ও লাহিড়ীপাড়া ইউনিয়নের জোগাইপুর গ্রামের আঃ গফুরের স্ত্রী রানী (৩৫) কে স্থানীয়রা আটক করে প্রথমে সদরের নামুজা ইউনিয়নের বামন পাড়ায় নিয়ে এসে সদর থানার পুলিশকে খবর দেয়া। উল্লেখ্য যে রিক্তা উত্তর বগুড়ার মহিলা ছিনতাইকারী গ্যাং এর সক্রিয় সদস্য। সে গত ১০/১৫ দিন পূর্বে যাত্রী সেজে বামন পাড়া গ্রামের অটোচালক দরিদ্র জুলহাসের পুত্র মানিকের অটো ভাড়া করে মমইনের কৈপাড়া এলাকায় নিয়ে যেয়ে পঁয়জন খাওয়াইয়া অটো ছিনতাই করে তাকে ফেলে রেখে যায়। ছিনতাইকারীদের খোঁজ খবর নেওয়ার জন্য মানিক তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এরই এক পর্যায়ে রিক্তা ২৬/৯/২৩ ইং তারিখে মহাস্থান যাদুঘরে অন্য একটি অটো ভাড়া করার সময় তার এক সহযোগী সহ স্থানীয়রা তাদেরকে আটক করে বামনপাড়া নিয়ে এসে সদর থানা পুলিশকে খবর দিলে থানার এস আই রাসেল মহিলা পুলিশসহ সংগীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবী গরীব অটো চালক মানিকের ছিনতাই করা অটোটি উদ্ধার করে তাদের মুখে আবারও হাসি ফুটানোর জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী এবং রিক্তা গ্যাংদের আটক করে কঠোর শাস্তির দাবী জানান।