দৈনিক সত্যের খোঁজে আমরা
সমবায় দিবস -২০২২ পালন করা হয়েছে। শনিবার ( ৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা
সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন-উর-রশিদ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত, আনসার ও ভি ডি পি অফিসার মেহেরুবা আক্তার,
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় সমবায় দিবস এর বিভিন্ন দিক ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
হাকিমপুর থানা প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী