সত্যের খোঁজে আমরা
বন্দরে ইটবালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ী আল-আমিন(২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী ইমরানগং। গত ২৯ সেপ্টেম্বর বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত আল-আমিন বন্দর কোটপাড়া এলাকার সেলিম হাসানের ছেলে।
এ ঘটনায় আহতের মা বন্দর থানায় ৬জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন বন্দর সিদ্দিকনগর এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ইমরান(৩৩),স্বল্পেরচক এলাকার হোসেন দাদু'র ছেলে শোভা(২৮),সিদ্দিক নগর এলাকার আরিফ(২৭),স্বল্পেরচক এলাকার ফয়সাল(৩১),সোহান(২৯),সাইজিদ(৩৫)।
আহতের মা জানায়, আমার ছেলে একজন ইটবালু ব্যবসায়ী। উল্লেখিত আসামিরা তার ব্যবসায় ঈর্ষান্বিত হলে অনেকদিন যাবত আল-আমিনের ক্ষতি করার চেষ্টা করছে। এরই জেরে গত ২৯সেপ্টেম্বর আমার ছেলে মিস্ত্রীকে পারিশ্রমিকের ১ লক্ষ টাকা দিতে স্বল্পেরচক এলাকায় এলে পাশে উৎপেতে থাকা ইমরান গং তার উপর দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের রাম দায়ের কোপে আমারে ছেলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে বিবাদীরা আমার ছেলের বন্ধু সানি বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। খবর পেয়ে আশে পাশের লোকজন দেখতে পেয়ে আমার ছেলের কাছে যেতে থাকলে। বিবাদীগণ পালিয়ে যায়। স্বল্পের চর এলাকার লোকজন আমার ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার ছেলেকে দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।