বন্দরে প্রকাশ্যে আজমেরী ওসমানেরহোন্ডাবাহিনীর সদস্য জারিপ

বন্দরে প্রকাশ্যে আজমেরী ওসমানেরহোন্ডাবাহিনীর সদস্য জারিপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সন্তান আজমেরী ওসমান। তাকে সবাই ডাকতেন ‘হাজী সাহেব’। শহর ও শহরের বাহিরে মিলিয়ে তার ছিল প্রায় ২ হাজারের অধিক সদস্যের সন্ত্রাসী বাহিনী। এই বাহিনী নগরবাসীর কাছে পরিচিত ছিল হোন্ডা বাহিনী হিসেবে। সন্ত্রাসী বাহিনী বেষ্টিত আজমেরী এই শহরে ছিলেন মূর্তিমান এক আতঙ্কের নাম। যে কিনা ঘরে বসেই রিমোর্ট কন্ট্রোল এর মত পুরো নারায়ণগঞ্জের অপরাধ জগৎত নিয়ন্ত্রণ করতেন।

তবে গত ৫ই আগস্টের পূর্বে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আজমেরী ওসমান প্রকাশ্যে তার ডেভিল বাহিনী নিয়ে হামলা চালান। কিন্তু এই হামলার পর আওয়ামীলীগের সরকাররের পতন ঘটলে আজমেরী ওসমান দেশত্যাগ করে পালিয়ে গেলেও তার নিয়ন্ত্রিত ডেভিল বাহিনী অনেকটা প্রকাশ্যে। এরই মধ্যে বন্দরে অন্যতম সদস্য জারিপ। যে কিনা আজমেীর ওসমানের সঙ্গে হোন্ডাবাহিনীর মহড়ায় সামনের সারিতে ছিলেন।

অভিযোগ আছে তার বাহিনীর সদস্য জারিপ এখন ভোল পাল্টে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে আশ্রয় নিয়েছে। তাদের অনেকেই এখন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। অথচ বন্দরে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে তারপরও তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *