বন্দরে মদনগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের চোরাইকৃত ক্যাবলসহ চোর তুহিনকে আটক করে পুলিশে সোর্পদ—–

বন্দরে মদনগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের চোরাইকৃত ক্যাবলসহ চোর তুহিনকে আটক করে পুলিশে সোর্পদ—–

বন্দর প্রতিনিধি:বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রের বিআরবি কপার ক্যাবল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ উপকেন্দ্রে র্কমরত কর্মীরা চোরাইকৃত ক্যাবলসহ তুহিন (২৩) নামে এক চোরকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার (২ আগষ্ট) ভোর ৫টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের পাকা রাস্তা সামনে থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আটককৃত চোর তুহিন বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম কম মোঃ আশিকুর রহমান বাদী হয়ে আটককৃত চোর তুহিনসহ পলাতক ৫ চোরের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬ (৮)২২।

পুলিশ আটককৃত চোর তুহিনের কাছ থেকে একটি কালো প্লাস্টিকের আবরন যুক্ত বিআরবি কপার ক্যাবল যার দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি এবং ব্যাস ৯ ইঞ্চি ও একটি এ্যালমুনিয়াম কব্যাল যার দৈর্ঘ্য ১২ ফুট ৭ ইঞ্চ ব্যাস ৩ ইঞ্চি উদ্ধার করে যার মূল্য ২৫ হাজার টাকা।

চুরি মামলার বাদী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার ভোর ৫টায় আমাদের পরিচালনাধীন মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের সামনে পাকা রাস্তা উপর হইতে উল্ল্যেখিত বিআরবি কপার ক্যাবল চুরি করে পালানোর সময় তুহিন নামে এক চোরকে চোরাইকৃত ক্যাবলসহ তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। ওই সময় কৌশলে পালিয়ে যায় আটককৃত চোরের সহযোগী মদনগঞ্জ নয়াপাড়া সিরাজুল হক মিয়ার ছেলে বাবু ও মাহমুদনগর কলাবাগান এলাকার শুভ সোনাকান্দা এলাকার রাসেল ও মাহমুদনগর এলাকার সিরাজুল হকের ছেলে রতনসহ অজ্ঞাত নামা ২/৩ জন চোর। পরে পুলিশ আটককৃত চোর তুহিনকে মঙ্গলবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *