বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যৌথ উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করে।সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম সজিব এবং সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদির নির্দেশনায় চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিতরণ কর্মসূচি পালন করে।এ সময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্রনেতা
আইনুল আবির, মিনহাজুল ইসলাম সাকিব, স্বপ্নিল দাস, মোহাম্মদ সামিন, মোহাম্মদ সাইমন নিহাল,প্রিমন, অস্মিত বডুয়া, শিহাব চৌধুরী
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা
হাসিবুল হাসান হাসিব, মুজাহিদুল ইসলাম বিপু, নুরুচ্ছাপা রাফি, আবরার মোহাম্মাদ, সাইফ সাফি, নিহাল কাসিম সহ
অন্যান্য নেতা কর্মীরা।

সবাই খাবার বিতরণ করলেও কেউ ঔষধ বিতরণ করেননি এমন টাই বলেন ঔষধ পাওয়া পরিবারের লোকজন।
একদিকে বন্যার ক্ষতি অন্য দিক অসুস্থতার অবহেলা অন্যদিকে সেবা থেকে তাদের দুরত্ব, সাতকানিয়ার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে অনেক অনেক দূরে।বন্যা কালীন সময়ে স্বাস্থ্যের প্রাধান্য অনেকটাই কমে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মা ও শিশু দের।
সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাসীদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ এবং মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা দেখে অনেকেই এমন উদ্যোগের প্রসংশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *