বিভাগের রেঞ্জ কর্মকর্তার দুর্নীতির শুরু আছে শেষ নেই। সরকার কোটি কোটি টাকা খরচ করে পরিবেশ ভালো রাখার জন্য বাগান তৈরি করেছেন। ঢালচর বন বিভাগ রেঞ্জ কর্মকর্তার আলাউদ্দিন এর অনিয়মের পাহার। মহিষ মালিকদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে নতুন বাগান গুলিতে মহিষ ছাড়ে চারা বাগান নষ্ট করে। বাগানে মহিষ দেয়ার ব্যাপারে ভোলা জেলা, ডি এফ ও, বন বিভাগের কর্মকর্তার সাথে মুঠোফোনে আলাপ করি তিনি ব্যাপারটা দেখবেন বলে আশ্বাস দেন । কিছুক্ষণ পর আলাউদ্দিন মিয়া আমাকে মুঠো ফোনে জানান আমার সাথে কথাবলার জন্য। আমি আরো গন মাধ্যম সহ তার সাথে দেখা করি। তার কাছে বাগানে মহিষ ছাড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি নয় ছয় করে এরিয়ে যান। এমনকি গনমাধ্যম কর্মি দেরকে লেখা লেখি না করার জন্য বলেন এবং টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হয় । আরো বলেন ডি এফ ও স্যারে বলেছে গণমাধ্যম দেরকে ম্যানেজ করার জন্য। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সহ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি