দৈনিক সত্যের খোঁজে আমরা
বিবাদী ঃ ১। অজ্ঞাতনামা চোর/চোরেরা।
স্বাক্ষী ঃ ১। মোঃ শাকিব (১৮) পিতাঃ জামাল, ২।
মোঃ জাহিদ (২০) , পিতাঃ দাউমুদ্দিন ঢালী, ৩। মোঃ সিফাত (২৮) পিতা: সর্ব সাং – উত্তর জয়নগর, ০৩ নং ওয়ার্ড, থানাঃ দৌলতখান, জেলাঃ ভোলা সহ ঘটনায় আরোও অনেক স্বাক্ষী আছে।
ঘটনার তারিখ ও সময়ঃ ইং ২৮-১০-২০২২ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকা হইতে ইং ২৯-১০-২০২২ ইং তারিখ দিবাগত রাত্র অনুমান ৪.০০ ঘটিকার মধ্যে যে, কোন সময় ।
ঘটনাস্থলঃ দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ০৩ নং ওয়ার্ডস্থ চাউলতাতলী বাজার ““মের্সাস ফখরুল ষ্টোর” নামীয় দোখানের ভিতর।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফখরুল ইসলাম (৩০) পিতাঃ মোঃ হানিফ, সাং উত্তর জয়নগর,০৩ নং ওয়ার্ড থানাঃ দৌলতখান, জেলাঃ ভোলা থানার হাজিরা হইয়া লিখিত ভাবে
অভিযোগ করিতেছি যে, আমরা চাউলতাতলী বাজারে ‘‘মেসার্স ফখরুল ষ্টোর’’ নামে একটি দোকান আছে । আমি দীর্ঘদিন যাবৎ উক্ত দোকানে মুদি দোকান সহ ভ্যারাইটিজ মালামাল বিক্রী
করিয়া আসিতেছি । ইহা ছাড়া আমার দোকানে আমি বিকাশ, নগদ, রেকেট, এজেন্ট হিসেবে টাকা লেনদেন করি । প্রতিদিন এর ন্যায় ইং ২৮-১০-২০২২ ইং তারিখে রাত অনুমান ১০.০০
ঘটিকার সময় আমি দোকানে তালাবদ্ধ করিয়া নিজ বাড়ীতে চলিয়া যাই । ২৯-১০-২০২২ ইং তারিখে বিগত রাত অনুমান ৪.০০ ঘটিকার সময় ১ নং স্বাক্ষী আমার ভাড়ীতে আসিয়া বলে যে,
ফজরের নামাজ ফরতে যাওয়ার সময় আমার দোকানের তালা ভাঙ্গা ও দোকানের সাটার খোলা আছে তাহার কথা শুনিয়া দ্রæত আমি আমার দোকানে গিয়া দেখিতে পাই যে, আমার দোখানের সামনের সাটার খোলা সার্টার এবং দোকানের
ভিতরে সুকেছে রক্ষিত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে ও দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ারের তালা ভাঙ্গা। তখন উল্লেখিত স্বাক্ষীরা সহ আশপাশের লোকজন আমার দোকানে আসে আামি তাহাদের নিয়া দোকান ঘরের মধ্যে
খোঁজাখুজি করিয়া দেখি যে, আমার ক্যাশ বাক্সের ড্রয়ারে রক্ষিত থাকা নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা সহ বিভিন্ন কোম্পানির ২৪ কার্টুন সিগারেট যাহার মূল্য = ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা আমার ধারনা ইং ২৮-১০-২০২২ ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকা হইতে ইং ২৯-১০-২০২২ তারিখ দিবাগত রাত্র অনুমান ৪.০০
ঘটিকার মধ্য যে কোনো সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা দৌলতখান থানাধীন উত্তর জয়নগর, ০৩ নং ওয়ার্ডস্থ চাউলতাতলী বাজার। লিখিত
অভিযোগ: মোঃ ফখরুল ইসলাম ।
রিপোর্টার মোঃ তামিম, দৌলতখান,ভোলা।
বিনীত
মোঃ ফখরুল ইসলাম