সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( 20 জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সমন্বিত উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়। এ মেলা 20 ও 21জুন এই দুই দিন চলবে।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ড, ছাদেকূল আরেফিন, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং এস এম আক্তারুজ্জামান, পুলিশ মহাপরিদরশক, বরিশাল রেন্জ। প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক জাতি সত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
এ সময় বরিশাল বিভাগের 6 টি জেলা থেকে 120 জন কবি-লেখক, সাহিত্যিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।