বরিশাল বিভাগে রয়েছে ৬ টি জেলা, ৪২ টি

বরিশাল বিভাগে রয়েছে ৬ টি জেলা, ৪২ টি

বরিশাল বিভাগে রয়েছে ৬ টি জেলা, ৪২ টি উপজেলা আর ৩৫২ টি ইউনিয়ন। নিচে পুরাটাই দেয়া হল।

বরিশাল জেলায় মোট ১০ টি উপজেলা রয়েছে। বরিশালের ইউনিয়নের সংখ্যা ৮৫টি। এগুলো হলো :
উপজেলা : বরিশাল সদর, ইউনিয়ন সংখ্যা ১০ টি।
১. রায়পাশা-কড়াপুর
২. কাশিপুর
৩. চরবাড়িয়া
৪. শায়েস্তাবাদ
৫ চরমোনাই
৬. জাগুয়া
৭. চরকাউয়া
৮. চাদপুরা
৯. টুঙ্গীবাড়ীয়া
১০. চন্দ্রমোহন

উপজেলা : গৌরনদী, ইউনিয়ন সংখ্যা ৭ টি।
১. খাঞ্জাপুর
২. বার্থী
৩. চাদশী
৪. নলচিরা
৫. মাহিলারা
৬. বাটাজোর
৭. সরিকল

উপজেলা : মুলাদী, ইউনিয়ন সংখ্যা ৭ টি।
১. বাটামারা
২. নাজিরপুর
৩. সফিপুর
৪. গাছুয়া
৫. চরকালেখা
৬. মুলাদী
৭. কাজীরচর

উপজেলা : মেহেন্দিগঞ্জ, ইউনিয়ন সংখ্যা 13 টি।
১. আন্দারমানিক
২. লতা
৩. চরএক্করিয়া
৪. উলানিয়া
৫. মেহেন্দিগঞ্জ
৬. বিদ্যানন্দপুর
৭. ভাষানচর
৮. চরগোপালপুর
৯. জাঙ্গালিয়া
১০. আলিমাবাদ
১১. চানপুর
১২. দরিরচর-খাজুরিয়া
১৩. গোবিন্দপুর

উপজেলা : বাবুগঞ্জ, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
১. আগরপুর
২. কেদারপুর
৩. দেহেরগতি
৪. চাঁদপাশা
৫. রহমতপুর

  1. মাধবপাশা

উপজেলা : হিজলা, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
১. বড়জালিয়া
২. গুয়াবাড়িয়া
৩. ধুলখোলা
৪. হিজলা-গৌরবদি
৫. মেমানিয়া
৬. হরিনাথপুর

উপজেলা : উজিরপুর, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. সাতলা
২. হারতা
৩. জল্লা
৪. ওটরা
৫. শোলক
৬. বড়াকোটা
৭. বামরাইল
৮. শিকারপুর-উজিরপুর
৯. গুঠিয়া

উপজেলা : বাকেরগঞ্জ, ইউনিয়ন সংখ্যা ১৪ টি।
১. চরামদ্দি
২. চরাদি
৩. দাড়িয়াল
৪. দুধল
৫. দূর্গাপাশা
৬. ফরিদপুর
৭. কবাই
৮. নলুয়া
৯. কলসকাঠী
১০. গারুরিয়া
১১. ভরপাশা
১২. রঙ্গশ্রী
১৩. পাদ্রিশিবপুর
১৪. নিয়ামতি

উপজেলা : আগৈলঝাড়া, ইউনিয়ন সংখ্যা ৫ টি।
১. রাজিহার
২. বাকাল
৩. বাগধা
৪. গৈলা
৫. রত্নপুর

উপজেলা : বানারীপাড়া, ইউনিয়ন সংখ্যা ৮ টি।
১. বিশারকান্দি
২. ইলুহার
৩. সৈয়দকাঠী
৪. চাখার
৫. সালিয়াবাকপুর
৬. বাইশারি
৭. বানারীপাড়া
৮. উদয়কাঠী

পিরোজপুর এর মোট উপজেলা : ৭, মোট ইউনিয়ন : ৫২
ভান্ডারিয়া উপজেলা, মোট ইউনিয়নঃ ৭টি
১। ভিটাবাড়িয়া
২। নদমুলা-শিয়ালকাঠী
৩। তেলিখালী
৪। ইকড়ী
৫। ধাওয়া
৬। ভান্ডারিয়া
৭। গৌরীপুর

কাউখালী উপজেলা, মোট ইউনিয়নঃ ৫টি
১। সয়নারঘুনাথপুর
২। আমরাঝুড়ি
৩। কাউখালী
৪। চিড়াপাড়া
৫। শিয়ালকাঠী

মঠবাড়িয়া উপজেলা, মোট ইউনিয়নঃ ১১টি
১।তুষখালী
২। ধানীসাফা
৩। মিরুখালী
৪। দাউদখালী
৫। মঠবাড়ীয়া
৬। টিকিকাটা
৭। বেতমোররাজপাড়া
৮। আমড়াগাছিয়া
৯। শাপলেজা
১০। হালতাগুলিশাখালী
১১। বাড়মাছুয়া

নাজিরপুর উপজেলা, মোট ইউনিয়নঃ ৯টি
১। মটিভাংগা
২। মালিখালী
৩। দেউলবাড়ী
৪। দীর্ঘা
৫। শাখারীকাঠী
৬। নাজিরপুর
৭। সেখমাটিয়া
৮। শ্রীরামকাটি
৯। কলারদোয়ানিয়া

পিরোজপুর সদর উপজেলা, মোট ইউনিয়নঃ ৭টি
১। সিকদার মল্লিক
২। কদমতলা
৩। দুর্গাপুর
৪। কলাখালী
৫। টোনা
৬। শরিকতলা
৭। শংকর পাশা

নেছারাবাদ উপজেলা (স্বরুপকাঠী), মোট ইউনিয়নঃ ১০টি
১। বলদিয়া
২। সোহাগদল
৩। স্বরুপকাঠী
৪। আটঘরকুড়িয়ানা
৫। জলাবাড়ী
৬। দৈহারি
৭। গুয়ারেখা
৮। সমুদয়কাঠী
৯। সুটিয়াকাঠী
১০। সারেংকাঠী

জিয়ানগর উপজেলা, মোট ইউনিয়নঃ ৩টি
১। পাড়েরহাট
২। পত্তাশী
৩। বালিপাড়া

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মোাট ৮ টি উপজেলা ও ৭২ টি ইউনিয়ন আছে। সেগুলো নিচে দেয়া হলঃ
পটুয়াখালী সদর উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১২ টি।

  1. আউলিয়াপুর
  2. বদরপুর
  3. লাউকাঠি
  4. কালিকাপুর
  5. লোহালিয়া
  6. ইটবাড়ীয়া
  7. কমলাপুর
  8. বড়বিঘাই
  9. ছোট বিঘাই
  10. জৈনকাঠী
  11. মরিচবুনিয়া
  12. মাদারবুনিয়া

মির্জাগঞ্জ উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৬ টি।

  1. দেউলী সুবিদখালী
  2. কাকড়াবুনিয়া
  3. মির্জাগঞ্জ
  4. মাধবখালী
  5. মজিদবাড়ীয়া
  6. আমড়াগাছিয়া

কলাপাড়া উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।

  1. চাকামইয়া
  2. টিয়াখালী
  3. লালুয়া
  4. মিঠাগঞ্জ
  5. নীলগঞ্জ
  6. খাপড়াভাঙ্গা
  7. লতাচাপলী
  8. ধানখালী
  9. ধুলাসার
    10 বালিয়াতলী
    11 ডালবুগণ্জ
    12 চম্পাপুর

দশমিনা উপজেলা, ইউনিয়ন সংখ্যা 6 টি।

  1. রনগোপালদী
    2 আলীপুরা
    3 বেতাগী সানকিপুর
    3 দশমিনা
    5 বহরমপুর
  2. বাঁশবাড়ীয়া

বাউফল উপজেলা, ইউনিয়ন সংখ্যা 14 টি।

  1. কাছিপাড়া
    2 কালিশুরী
    3 ধুলিয়া
    4 কেশবপুর
    5 সূর্যমনি
    6 কনকদিয়া
    6 বগা
    7 মদনপুরা
    9 নাজিরপুর
    10 কালাইয়া
    11 দাসপাড়া
    12 বাউফল
    13 আদাবাড়ীয়া
    14 নওমালা

গলাচিপা উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।

  1. আমখোলা
    2 গোলখালী
    3 গলাচিপা
    4 পানপট্টি
    5 রতনদী তালতলী
    6 ডাকুয়া
    7 চিকনিকান্দি
    8 বকুলবাড়িয়া
    9 চরকাজল
    10 চর বিশ্বাস
    11 কলাগাছিয়া
    12 গজালিয়া

রাঙ্গাবালী উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।

  1. রাঙ্গাবালী
  2. ছোট বাইশদিয়া
  3. বড়বাইশদিয়া
  4. চালিতাবুনিয়া
    5 চর মোন্তাজ

দুমকি উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।

  1. শ্রীরামপুর
  2. পাংগাশিয়া
  3. লেবুখালী
  4. মুরাদিয়া
  5. আংগারিয়া

বরিশাল বিভাগের ঝালকাঠী জেলায় মোট ৪ টি উপজেলা, আর ৩২ টি ইউনিয়ন আছে।
ঝালকাঠী সদর উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ১০ টি
১ গাভা রামচন্দ্রপুর
২ বিনয়কাঠি
৩ নবগ্রাম
৪ কেওড়া
৫ কির্তিপাশা
৬ বাসন্ডা
৭ পোনাবালিয়া
৮ গাবখান ধানসিড়ি
৯ শেখেরহাট
১০ নাথুল্লাবাদ

কাঁঠালিয়া উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ৬ টি
১ চেচরীরামপুর
২ পাটিখালঘাটা
৩ আমুয়া
৪ কাঁঠালিয়া
৫ শৌলজালিয়া
৬ আওরাবুনিয়া

নলছিটি উপজেলা , ইউনিয়য়ন সংখ্যা ১০ টি
১ ভৈরবপাশা
২ মগড়
৩ কুলকাঠি
৪ রানাপাশা
৫ সুবিদপুর
৬ কুষঙ্গল
৭ সিদ্ধকাঠি
৮ দপদপিয়া
৯ নাচনমহল
১০ মোল্লারহাট

রাজাপুর উপজেলা, ইউনিয়য়ন সংখ্যা ৬ টি
১ সাতুরিয়া
২ শুক্তাগড়
৩ রাজাপুর
৪ গালুয়া
৫ বড়ইয়া
৬ মঠবাড়ী

বরিশাল বিভাগের বরগুনা জেলায় আছে মোট ৬ টি উপজেলা আর ৪২ টি ইউনিয়ন।
সেগুলো নিচে দেয়া হলঃ
বরগুনা সদর উপজেলায় আছে ১০ টি ইউনিয়ন:
১. বদরখালী
২. গৌরিচন্না্
৩. ফুলঝুড়ি
৪. কেওড়াবুনিয়া
৫. আয়লাপাতাকাটা
৬. বুড়িরচর
৭. ঢলুয়া
৮. বরগুনাসদর
৯. এম বালিয়াতলী
১০. নলটোনা

আমতলী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. গুলিসাখালী
২. কুকুয়া
৩. আঠারগাছিয়া
৪. হলদিয়া
৫. চাওড়া
৬. আমতলী
৭. আরপাঙ্গাশিয়া
তালতলী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. পচাকোড়ালিয়া
২. কড়ইবাড়িয়া
৩. নিশানবাড়িয়া
৪. বড়বগী
৫. সোনাকাটা
৬. ছোটবগী
৭. শারিকখালী

পাথরঘাটা থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. রায়হানপুর
২. নাচনাপাড়া
৩. কালমেঘা
৪. কাকচিড়া
৫. কাঠালতলী
৬. পাথরঘাটা
৭. চরদুয়ানী

বামনা থানায় রয়েছে ৪ টি ইউনিয়ন।
১. বুকাবুনিয়া
২. বামনা
৩. রামনা
৪. ডৌয়াতলা

বেতাগী থানায় রয়েছে ৭ টি ইউনিয়ন।
১. বিবিচিনি
২. বেতাগী
৩. হোসনাবাদ
৪. মোকামিয়া
৫. বুড়ামজুমদার
৬. কাজীরাবাদ
৭. সড়িষামুড়ি

বরিশাল বিভাগের ভোলা জেলায় আছে ৭ উপজেলা ও ৬৮ ইউনিয়ন।
সেগুলো নিচে দেয়া হলঃ
ভোলা সদর উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১৩ টি।
১. রাজাপুর,
২. ইলিশা,
৩. পঃ ইলিশা,
৪. কাচিয়া,
৫. বাপ্তা,
৬. ধনিয়া,
৭. শিবপুর,
৮. আলীনগর,
৯. চরসামাইয়া,
১০. ভেলুমিয়া,
১১. ভেদুরিয়া,
১২. উত্তর দিঘলদী,
১৩. দক্ষিণ দিঘলদী।

বোরহান উদ্দিন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. গঙ্গাপুর,
২. সাঁচড়া,
৩. দেউলা
৪. কাচিয়া,
৫. হাসান নগর,
৬. টবগী ,
৭. পক্ষিয়া,
৮. বড়মানিকা,
৯. কুতুবা।

দৌলতখান উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. হাজীপুর,
২. মদনপুর,
৩. মেদুয়া,
৪. উত্তর জয়নগর,
৫. দক্ষিণ জয়নগর,
৬. চরখলিফা,
৭. সৈয়দপুর,
৮. ভবানীপুর,
৯. চরপাতা।

লালমোহন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৯ টি।
১. বদরপুর,
২. কালমা,
৩. চরভুতা,
৪. লালমোহন,
৫. ফরাজগঞ্জ,
৬. পশ্চিম চরউমেদ,
৭. রমাগঞ্জ,
৮. লডর্হার্ডিঞ্জ,
৯. ধলীগৌর নগর।

তজুমদ্দিন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৫ টি।
১. চাঁদপুর,
২. সোনাপুর,
৩. চাঁচড়া,
৪. শম্ভুপুর,
৫. বড়মলংচড়া।

চরফ্যাশন উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১৯ টি।
১. ওসমানগঞ্জ,
২. আসলামপুর,
৩. চরমাদ্রাজ,
৪. জিন্নাগড়,
৫. নীলকমল,
৬. নুরাবাদ,
৭. চরকলমী,
৮. চরমানিকা,
৯. হাজারীগঞ্জ,
১০. রসুলপুর,
১১. কুকরীমুকরী,
১২. এওয়াজপুর,
১৩. আমিনাবাদ,
১৪. জাহানপুর,
১৫. আবু বকরপুর,
১৬. আব্দুল্লাপুর,
১৭. অধ্যক্ষ নজরুল নগর,
১৮. ঢালচর,
১৯. মুজিবনগর

মনপুরা উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৪ টি।
১. মনপুরা,
২. হাজিরহাট,
৩. উত্তর সাকুচিয়া ,
৪. দক্ষিণ সাকুচিয়া।

স্থান: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, বরিশাল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *