কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষ অনুষ্ঠান
বিদ্যালয়টি ১৯২৪ সালে তৎকালীন সন্মানিত ব্যক্তি মোহাম্মদ জয়নাল আবেদীন গার্ড প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে বিদ্যালয় থেকে এ পর্যন্ত অনেক নামিদামি ডাক্তার ইঞ্জিনিয়ার সফল ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানুষ হওয়ার কারিগর এই মহাবিদ্যালয়টি
পূর্ব নির্ধারিত সকাল ৯ টা ৩০ মিনিটে পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের এবং এক বর্ণাঢ্য রেলি মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়
অনুষ্ঠানে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন আহমেদ ও আজিজুর রহমান টিককার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব সোহেল রানা পবন
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের (এপিডি) সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, মনমোহন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শতবর্ষ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ও সার্জন ডক্টর মুস্তানজিদ লোটাস, কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর তহুর আহমেদ হেলালী, কুষ্টিয়া জেলার প্রথম প্লাস্টিক সার্জন ডাক্তার বায়েজিদ বোস্তামী, মনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনি , যাদের অক্লান্ত পরিশ্রমে এ আয়োজন তাদের মধ্যে অন্যতম অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আ খ ম গোলাম ফারুক, মোঃ আশরাফুল ইসলাম রিপন, মোঃ আদীল রেজা, আগা ইউসুফ রুমেল, মোঃ মমিনুল ইসলাম বাবুল , ফজলে রাব্বী , বি জে এম ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ সাইফুজ্জামান ফিরোজ, ভেড়ামারা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মাসুদ হাসান সহ অত্র বিদ্যালয়ের সাবেক বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ তাদের পরিবারবর্গ
অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ আয়োজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়