বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত হলেন সাংসদ আলী আজম মুকুল এম এ মান্নানঃ ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী

বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত হলেন সাংসদ আলী আজম মুকুল এম এ মান্নানঃ ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী

আজম মুকুল এমপি ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা টিপু ৮ লঞ্চযোগে দলের বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার লক্ষ্যে প্রায় ৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে যাত্রা করেন এবং বিকাল ০৪ ঘটিকায় হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছালে নাগরিক ফোরামের ব্যানারে নেতৃবৃন্দ ও কয়েক হাজার কর্মী- জনতা তাকে সংবর্ধনা দেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে এমপি বলেন, আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন, তখন দেশের মানুষ মনে করেছে আমি মারা গিয়েছি। আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের সেবা করার জন্য এখানে পাঠিয়েছেন।
আমি কখনো নিজের আদর্শ বিসর্জন দেইনি, কোন মানুষের সাথে খারাপ ব্যাবহার করিনি, এ সময় এমপি কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমি কি এমন করেছি যে আমাকে হত্যা করা হবে? আমার অপরাধ আমি সকলের সুখে দুঃখে পাশে থাকি, আমার অপরাধ আমি মেঘনাকে নদী ভাঙা থেকে রক্ষা করার জন্য সিসি ব্লক অনুমোদন এনে কাজ শুরু করেছি।
এ সময় এমপি প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, এক জন চেয়ারম্যান আমাকে মেরে ফেলবে,অথচো এখনো তাকে গ্রেফতার করতে পারলো না প্রশাসন।
নাগরিক সংবর্ধনা র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সাধারণ জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *