সত্যের খোঁজ আমরা
বলছি, টাকা ওয়ালা সুন্দর স্মার্ট চাকরিজীবী ছেলে দেখেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন না ,যার চেহারার থেকে মনটা সুন্দর সেরকম ছেলের কাছেই মেয়ে বিয়ে দিবেন। যদি আপনি একজন সুন্দর মনের মানুষের কাছে মেয়ে বিয়ে দেন তাহলে আপনার মেয়ে সারা জীবন সুখে থাকতে পারবে, না হলে আপনার মেয়ের জীবনটাই শেষ। আমি প্রতিটি বাবা মা কে বিনীত অনুরোধ করে বলবো, মেয়ে কে টাকা দেখে বিয়ে দিবেন দেখুন এই ফুটেজটি একবার গরিব হোক সমস্যা নেই মানুষ টা যেন ভালো হয় আর মেয়েদের ও উচিত টাকার উপর পাগল না হওয়া। এরকম ছবি দেখে সেই বাবা-মায়ের ভালো লাগার কথা যারা টাকার প্রতি লোভনীয় টাকার মোহে পাগল।