বাংলাদেশী ক্রিকেটারদের আটলান্টিক পাড়ি দিতে  হয়েছে ফেরি দিয়ে।প্রথম

বাংলাদেশী ক্রিকেটারদের আটলান্টিক পাড়ি দিতে হয়েছে ফেরি দিয়ে।প্রথম

দিকে বেশ প্রফুল্ল মেজাজে থাকলেও একটু পর থেকেই প্লেয়ারদের অবস্থা খারাপ হতে থাকে।মাত্র দেড় ঘন্টার যাত্রাপথে ক্যামেরার সামনে যাদের বেশি অসুস্থ মনে হচ্ছিল,তাদের মধ্যে আছেন শরিফুল, নাসুম সহ অন্যান্যরা।
মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরিতেই বিসিবির এর কর্মকর্তার সাথে এ বিষয় নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।

কিন্তু বিসিবি কি করে এতটা অপেশাদার আচরণ করতে পারে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়।
আমাদের দেশের প্লেয়াররা আদৌ ফেরি দিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার সমক্ষমতা রাখে কিনা,
তাদের এভাবে নৌপথে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা…..এসব না জেনেই এবং ক্রিকেটারদের সাথে কোনরকম আলোচনা না করেই উইন্ডিজ বোর্ডের সিদ্ধান্ত একবাক্যে মেনে নেওয়ার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক?এখন যারা অসুস্থ,তাদের এ অবস্থার দায় বিসিবি কতটুকু এড়াতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *