বাংলাদেশের গুম খুন কর্মকাণ্ডে ‘ভারত সহযোগী’

বাংলাদেশের গুম খুন কর্মকাণ্ডে ‘ভারত সহযোগী’

ছিল। নইলে সুখরঞ্জন বালি কিভাবে আদালত থেকে আটক হয়ে ভারতে আবিষ্কার করেন নিজেকে? বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কিভাবে গুম হবার পর ভারতে আবিষ্কার করেন নিজেকে!

‘স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে বিএসএফ (ভারতের সীমান্তরক্ষী বাহিনী), এটা বর্ডার এলাকা। সেখানে যাঁরা আমাকে নিয়েছিলেন, কান্না করতে করতে আমি বিএসএফের হাতে তুলে না দিতে তাঁদের অনুরোধ করি। আমি বলি, এদের হাতে তুলে দিয়েন না। প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই।’

জোর করে বিএসএফের কাছে তাঁকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *