১২ অক্টোবর, বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল জাতীয় নেতাদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। হাকিমপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশীদ হারুন উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাকিমপুর থানা প্রতিনিধি মো;ওয়াজ কুরনী