সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197
দৈনিক সত্যের খোঁজে আমরা
কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
রহমান তালুকদার নামের এক ব্যাক্তিকে আগ্নেয় অস্ত্র ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ২৮.০৭.২৩ইং তারিখ রোজ শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের কেশবপুর কলেজর একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ।
জানা গেছে, বাউফল থানার টহল পুলিশ রাত ২টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ক্শেবপুর কলেজ সংলগ্ন এলাকা থেকে ধাওয়া দেয়। সে ব্যক্তি দৌড়ে কলেজের ভিতরে প্রবেশ করলে পুলিশ তার পেছনে ধাওয়া করে কলেজের একটি আবাসিক কক্ষে প্রবেশ করে। ওই কক্ষে তল্লাশি চালিয় আনিচুর রহমান তালুকদার নামের এক ব্যক্তিকে একটি পিস্তল, একটি কাটা বন্দুক, ৬রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও লোহার জিআই পাইপসহ গ্রেপ্তার করে পুলিশ। এসময় ওই কক্ষ থেকে অপর আরও ২/৩জন ব্যক্তি পালিয়ে যায়। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।