কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি।।৷ ৷ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের মারুফ(১৫) পিতা বাবলু হাং, নাফিজ(১৫) পিতা মিরাজ মস্তফা আনসারী নামের দশম শ্রেণির দুই শিক্ষার্থী কিশোর গাংয়ের হাতে খুন হয়েছেন আহত হয়েছেন সিয়াম নামের আরেক শির্ক্ষাথী।
২২.০৩.২৩ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর মারুফ সিয়াম ও নাফিজ বাড়ি যাওয়ার পথে ৫-৬ জন কিশোর গংয়ের সদস্য পূর্ব বিরোধের জের ধরে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসি। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেলে নিয়ে আসছি। এখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাফিস ও মারুফকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আল -মামুন বলেন, আমি এ সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার কারণ বিস্তারিত জানতে পারিনি।
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২২.০৩.২৩