কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়
গ্রামীন ব্যাংক দাসপাড়া বাউফল শাখার উদ্যোগে সরকার ঘোষিত বৃক্ষরোপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন করা হয়েছে। ২০,০৬,২৩ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০টায় বাউফল এরিয়া সহ দাসপাড়া বাউফল শাখা এক যোগে ১লাখ ৯৫ হাজার সদস্যদের মাধ্যমে গাছের চারা রোপন করা হয়।
ব্যাংক সূত্রে জানাগেছে,সরকার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সারাদেশে গ্রামীন ব্যাংকের সদস্যদের মাধ্যমে ২০ কোটি গাছের চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
এর ধারাবাহিকতায় পটুয়াখালী যোনের বাউফল এরিয়ায় ১২ লাখ ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা লাগানো হবে। এরিয়ার পাশাপাশি দাসপাড়া বাউফল শাখার আওতায় ১লক্ষ ৮হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে বাউফল এরিয়ার অফিস চত্বরে গাছের চারা লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন,পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার আব্দুস সবুর মোঃ বাকিউস। এ সময় উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার মোঃ মোশারেফ হোসেন, বাউফল এরিয়া ম্যানেজার মোঃ আবু জাফর, দাসপাড়া বাউফল শাখার ম্যানেজার আবু জাফর সহ শাখার অন্যান্য সহকর্মী বৃন্দ। এ সময় উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয় এবং সদস্যদেরকে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হয়।
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২০.০৬.২৩