কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনারের (এসিল্যান্ড) সাথে মতবিনিময় করেছেন উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা এবং ধর্মীয় নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু।
মতবিনিময় সভায় বাউফলে কর্মরত অবস্থায় প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের আত্মার মাগফিরাত কামণা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বাউফলের আইন-শৃংখলা, মাদক, সামাজিক ও রাজনৈতিক অবস্থাসহ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, দাসপাড়া ইউপি চেয়ারম্যান এমএন জাহাঙ্গীর, কালিশুরী ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল জলিল ঝন্টু প্রমূখ।
সভার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন,বাউফল একটি শিক্ষিত উপজেলা। আইন-শৃংখলা, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধসহ সকল বিষয়ে কাজ করতে জনপ্রতিনিধিদের সহযোগীতা দরকার।আমারা সরকারি কর্মচারী হলেও দেশের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিগত ১৫ বছরে দেশের এমন কোন বিভাগ নেই যেখানে উন্নয়ন হয়নি। কিন্তু এই কথাগুলো জনগণের কাছে বলার লোক কম। আমরা এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে চাই। তিনি একে অপরের পরিপূরক হয়ে দেশের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।