বাউফলে নিখোঁজের ১৮ দিন পর হৃদয় লাশ উদ্ধার!!

বাউফলে নিখোঁজের ১৮ দিন পর হৃদয় লাশ উদ্ধার!!

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।

    পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী  হৃদয় কবিরাজের( ২৪)  গলিত লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বাউফল সদর ইউনিয়ের ৬ নং ও দাশপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে ২৮.০৭.২৩ইং তারিখ রোজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

   পুলিশের হাতে আটক জাফর খান (২৫) নামে  এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ি  বাউফল থানার  পুলিশ হৃদয়ের লাশ  ও মটর সাইকেল উদ্ধার করে। 

প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে হত্যা করা হয় বলে ঘাতক জাফর জানায়।

জাফর উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে।

নিহত হৃদয় বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল। হৃদয়ের বাবার নাম হর কবিরাজ। ১১নং দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার বাড়ি।

হৃদয় কবিরাজ গত ১১ জুলাই রাতে নিঁখোজ হন।

বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ি বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার(২৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে আমরা হৃদয়ের লাশ সনাক্ত করি। লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্র বার দিনের বেলা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *