বাউফলে প্রশাসনের উদ্যোগে পালিত হলো শুভ নববর্ষ ১৪৩০।

বাউফলে প্রশাসনের উদ্যোগে পালিত হলো শুভ নববর্ষ ১৪৩০।

   পটুয়াখালী জেলার বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা বৈশাখ (বাংলা নববর্ষ)১৪৩০ পালিত হয়েছে।

১৪.০৪.২৩ইং তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামসুল আলম মিয়া, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফয়সাল আহাম্মেদ ওরফে মনির মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

কহিনুর বেগম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ।।
১৪.০৪.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *