কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতি
প্রাথমিক শিক্ষক সমিতি বাউফল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান খান ফিরোজ ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। ২২.০৭.২৩ইং তারিখ রোজ শনিবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মিলিয়ে মোট ১৪০৪ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ১২৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে কামরুজ্জামান খান ফিরোজ ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম রেজাউল করিম পেয়েছেন ২৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৪৯ ভোট পেয়ে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেমায়েত উদ্দিন পেয়েছেন ৪১০ ভোট। নির্বাচনের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন, খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল